বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুই ব্যক্তিগত সচিবকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র্যাব-১৪ ও র্যাব-১ এর যৌথ অভিযান চালিয়ে সাখাওয়াত মোল্লা ও আ. হেকিম রায়হানকে গ্রেপ্তার করে। রোববার (৩ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান নাজমুল হাসান পাপন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকেও পদত্যাগ করেন তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/