শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থানার লহরাপাড়া এলাকার মুদি ব্যবসায়ী আব্দুল বাছেদ(৬২) হত্যা মামলার এজহারনামীয় আসামী আঃ মালেককে(৪৫) গ্রেফতার করেছে র্যাব।
০৫ নভেম্বর (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক দল জেলার কাহালু থানাধীন বিবির পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে বাছেদ হত্যা মামলার এজহারনামীয় আসামী মোঃ আঃ মালেক(৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আঃ মালেক বগুড়া জেলার কাহালু থানাধীন শিলকওড়া গ্রামের মৃত মাছির উদ্দিন এর ছেলে। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান এর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়, বগুড়া জেলা কাহালু থানার লহরাপাড়া এলাকার নিহত মুদি ব্যবসায়ী আব্দুল বাছেদের ছেলে রস্তমের সহিত আসামদীদের দীর্ঘদিন যাবৎ পূর্ব শত্রুা বিদ্যামান ছিলো।
এর প্রেক্ষিতে আসামীগণ রস্তমের পরিবারের ক্ষতি করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে এবং প্রকাশ্যে পরিবারের সদস্যদের খুন/জখম করার হুমকি প্রদান করে।
গত ২৯ সেপ্টেম্বর ভিকটিম মুদি দোকানের বেচাকেনা শেষে বাড়িতে রাতের খাবার সেরে রাত, ১০ টার দিকে দোকানেই ঘুমিয়ে পরেন।
ফজরের নামাজের উদ্দেশ্যে ৩০ সেপ্টেম্বর সাড় ৪ টায় দোকানের দরজা খোলামাত্রই দুস্কৃতকারী আসামীরা পূর্ব পরিকল্পিত অনুযায়ী দোকান ঘরে প্রবেশ করে আব্দুল বাছেদের গলায়, রশি প্রেঁচিয়ে হাসুয়া,রামদা, লোহার রড় ও লাঠি দ্বারা শরীরের বিভিন্ন স্হানে গরুতর জখম করে পালিয়ে।
পরবর্তীতে আব্দুল বাছেদকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এরপর নিহত আব্দুল বাছেদের ছেলে বাদী হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এঘটনার পরপরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে
র্যাব-১২ বগুড়ার গোয়েন্দা টিম।
সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সর্বাত্মক অভিযান শুরু করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে ৫ নভেম্বর দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কাহালু থানাধীন বিবির পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আঃ মালেককে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/