শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সোনালতা থানাধীন কাবিলপুর উত্তর পাড়া রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে ২৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সেই সাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
০৮ নভেম্বর (শুক্রবার) রাত ডেটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ও পুলিশ সোনাতলা সদর ইউনিয়নের কাবিলপুর উত্তর পাড়া গ্রামস্হ জনৈক আমজাদ আলীর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্হাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দিনাজপুর হতে বগুড়ার উদ্দেশ্য মোটরসাইকেল যোগে আসা তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের রাখা ২৫০ বোতল ফেন্সিডিল, তিনটি মোবাইল, তিনটি সীম ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান এর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান,গ্রেফতারকৃত ওই তিনজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/