শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার চাঞ্চল্যকর সহিদ হত্যা মামলার এজহারনামীয় পলাতক চার আসামীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
০৭ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে র্যাব-১২, বগুড়া ও র্যাব-১ গাজীপুরের যৌথ অভিযানে সহিদ হত্যা মামকার এজহারনামীয় প্রধান ৪ জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি ০৮ নভেম্বর র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান এর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস রিলিজে নিশ্চিত করা হয়েছে।
র্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়,বগুড়া জেলার সোনাতলা উপজেলার লোহাগড়া এলাকার নিতহ সহিদের পরিবারের সাথে আসামীদের পায়ে হাঁটার রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
উক্ত বিরোধের জেরে গত ৬ অক্টোবরে নিহত সহিদের আপন চাচাসহ অন্যান্য আসামীরা বাঁশের লাঠি,লোহার রড, হাসুয়া ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে অনধিকারে প্রবেশ করে সহিদকে হাসুয়া দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সহিদ।
এর পর অন্যান্য আসামীরা সহিদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে।
সহিদের ডাকচিৎকারে তার মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে গুরুতর জখম করে।
তাদপর ডাকচিৎকারে পাড়া-প্রতিবেশী উদ্ধারের জন্য আসলে আসামীগণ বিভিন্ন ভয়ভীতি সহ হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে অবস্থা গুরুতর ও আকাঙ্ক্ষাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সহিদ গত ১২ আগস্টে মৃত্যুবরণ করেন।এই ঘটনার প্রেক্ষিতে নিহত সহিদের মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেই মামলার এজহারনামীয় পালাতক প্রধান চার আসামীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সোনাতকা উপজেলার লোহাগাড়া এলাকার মেঃ আব্দুস ছামাাের ছেলে মোঃ শহিদুল ইসলাম(৪৫), ও শফিকুল ইসলাম (২৮), গাবতলী উপজেলার মৃত হানিফ শাহ এর ছেলে মোঃ নুরন্নবী শাহ ওরফে চেংটু(৩৫), এবং সোনাতলা উপজেলার তেলিহাটি গ্রামলর মোঃ আতোয়ার হোসেন এর ছেলে মোঃ আল আমিন(৩৫)।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/