বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় কলেজছাত্রী (১৭) অপহরণ মামলার অভিযুক্ত মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার লখপুর এলাকার লেলিন তালুকদারের স্ত্রী ডলি বেগম (৪৫) ও তার ছেলে প্রিন্স তালুকদার (২০)।
তাদের শনিবার (৯ নভেম্বর) রাতে খুলনাস্থ ফুলবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, গত ৮ অক্টোবর সকালে বাড়ি থেকে ওই কিশোরী কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসামিরা টাউন-নওয়াপাড়া এলাকা থেকে সুকৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়।
শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ নারী আটক
এ ঘটনায় গত ১২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ মামলার দুজন অভিযুক্ত আসামি মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে এবং অপহৃতাকেও উদ্ধার করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কলেজছাত্রী অপহরণ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতার আসামিদের রোববার (১০ নভেম্বর) সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/