জয়পুরহাট প্রতিনিধিঃ বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি এই স্লোগান নিয়ে জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ২৪ ও আইডিইবি'র গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জয়পুরহাট এর আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জয়পুরহাট ডিসি অফিস চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট আইডিইবি'র জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রেজাউল আলম সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, আইডিইবির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রউফ।
এফডিইবি জয়পুরহাট জেলা শাখার সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজা ও আইডিইবির জেলা শাখার সহ সভাপতি নাদিম হোসেন এর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক।
বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশের সকল ডিপ্লোমা ইন্জিনিয়ারদের একসাথে কাজ করতে হবে।
বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে বারবার।
তাই সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হয়েছেন।এ বৈষম্য থেকে বের হয়ে এসে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/