জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
তিনি জানান, গোলাম কিবরিয়া টিপুর বীর বাঘৈর এলাকায় নিজের একটি বাড়ি রয়েছে। সেখানে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়।
এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম কিবরিয়া টিপুকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে আসে। তবে তার নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কোনো মামলা নেই।
গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টি থেকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/