হাতীবান্ধা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জোরপূর্বক বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আঃ আজিজ ও তার লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার উপজেলার দোলাপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই জমির মালিক রাফিউল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন,ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ডের মন্তাজ আলীর ছেলে আঃ আজিজ (৩৫), আঃ মমিন (৩০), আজগার আলীর ছেলে উজ্জল (৪০), মৃত ছকমালের ছেলে মন্তাজ (৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়, রাফিউল ইসলাম এর বাবা জয়নাল আবেদীনের ভোগদখলীয় জমিতে বাঁশঝাড় রয়েছে।
ওই বাঁশঝাড় থেকে জোরপূর্বক বাঁশ কাটতে যায় আব্দুল আজিজ ও তার লোকজন। রাফিউল ইসলাম তাদের বাঁধা দিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা।
ভয়ে আর বাঁধা দেওয়ার সাহস পাননি রাফিউল। পরে তারা জোরপূর্বক ওই বাঁশঝাড় থেকে প্রায় ১০০ টির ও বেশি বাঁশ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় বিশ হাজার টাকা।
তবে অভিযোগ স্বীকার করে আব্দুল আজিজ বলেন, এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে আমার ক্রয়কৃত জমির বাঁশ আমি কেটেছি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/