ডিআইইউ প্রতিনিধিঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিভিন্ন ক্লাব ও ছাত্র সংগঠনের নেতাদের সাথে মিট দ্যা লিডার'স শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১শে নভেম্বর) বিকাল ৪ টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে টিএসসি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মরিয়ম আক্তার।
মতবিনিময় সভায় সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব, দ্যা ইংলিশ ক্লাব, কালচারাল ক্লাব, ইমারজিং ইকোনোমিস্ট ফোরাম, সেভ ইয়ুথ, সেভ ডিআইইউ চ্যাপ্টার, সেভ ইয়ুথ এগেইনস্ট ভায়োলেন্স, ড্রামা ক্লাব থিয়েট্রন, ফার্মেসি ক্লাব, বন্ধুসভা, ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব, ইইই ক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পাসের বিভিন্ন সংকট এবং সম্ভাব্য সমাধানের বিষয়ে আলোকপাত করেন। এছাড়া ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
একইসাথে সকল সংগঠনের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টির দাবি জানান তারা।
সার্বিক বিষয়ে আয়োজকরা জানান, আমরা ইতিবাচক ক্যাম্পাস গড়তে চাই। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাস সংস্কারের জন্য সবাই হাতে হাত রেখে এগিয়ে যাওয়াই আমাদের প্রয়াস।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/