মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত চট্টগ্রাম জেলার সকল শহীদের স্মরণে ও মহানগরে আহতদের জন্য পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
২৬ নভেম্বর (মঙ্গলবার) বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহীদ ইশরাকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি এস এম মোস্তাইন হোসেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মনোয়ার হোসেন চৌধুরী।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় ছাত্র আন্দোলনে আহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া তাদের চিকিৎসা বাবত সরকারি উদ্যোগে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আহতদের পরিবারের সদস্যদের জানানো হয়।
আহতদের চূড়ান্ত তালিকা অতি দ্রুত প্রস্তুত করা হবে বলে জানান বক্তারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/