নভেম্বর মাসটা মঞ্চ ও টিভি অভিনেত্রী ঊর্মী আহমেদের অন্যতম একটি প্রিয় মাস। কারণ এই মাসে তার জন্মদিন। বছরের এই মাসটিকে তিনি আলাদা ভাবে দেখেন বলে জানিয়েছেন।
আজ ২৮ নভেম্বর মঞ্চ ও টিভি অভিনেত্রী উর্মী আহমেদের ২৭ তম জন্মদিন।
বিশেষ দিনটি উপলক্ষে সকলের ভালবাসায় সিক্ত ঊর্মী আহমেদ জানান, সবাই এত এত ভালবাসা ও উপহার দেয় এগুলো আসলেই আনন্দের। জন্মদিন উপলক্ষে এবার তেমন বড় কোন পরিকল্পনা নেই। তবে যেহুতু আমি আমি নাটকের মানুষ। তাই প্রতিবারই কাছের সহকর্মীদের নিয়ে কিছু আলাদা পরিকল্পনা থাকে। আমাদের নাটকের দলের সবাইকে নিয়ে ছোট খাটো একটি ঘরোয়া আয়োজন করা হবে।
জন্মদিন উপলক্ষে ভক্তদের উদ্দেশে ঊর্মী আহমেদ বলেন, আপনার সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন সাথে থেকে। আপনাদের জন্যই যেন সব সময় ব্যস্ত থাকতে পারি। সেই দোয়াই করবেন সব সময়।
বর্তমানের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে ঊর্মী আহমেদ বলেন, হাতে এখন টিভি নাটকের বেশ কিছু কাজ আছে। এছাড়াও ইউটিউবে আমি সব সময় একটিভ থাকি। ইউটিউবসহ অনলাইন প্লাটফর্মে বেশ কিছু কাজ হাতে আছে।
অভিনয় প্রসঙ্গে উর্মী আরও বলেন, আসলে চরিত্র যাই হোক এটাকে ফুটিয়ে তোলা মূল বিষয়। আমি সব সময় কি চরিত্রে আছি সেটা দেখি না চরিত্রটাকে নিজের মধ্যে ধারণ করি এবং সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি।ভিউ বড় কথা না কাজটি কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু কোয়ালিটির সম্পূর্ণ এটা হচ্ছে মূল ফ্যাক্ট।
অভিনয়ের শুরুটা হয়েছিল কিভাবে এমন প্রশ্নের জবাবে উর্মী বলেন, আমার প্রথম অভিনয় শুরু হয় এটিএন বাংলা কাজলী মেম শাপলা শালুক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে অনেক ছোট ছোট নাটিকায় আমি ছিলাম।এরপর বাংলাদেশ টেলিভিশন মেঘ বালিকা নজরুলের বিশেষ নাটক সেখানে একটি ছোট্ট চরিত্রে ছিলাম। এছাড়া সাপ্তাহিক নাটক মুক্তি বাংলাদেশ টেলিভিশনে।
তারপর আস্তে আস্তে অভিনয় আসা এই ছোট ছোট কাজে সবার প্রশংসা পেয়েছি অনেক। কিছুদিন আগে রায়হান রাফির ফ্রাইডে রিলিজ হল সেখানে একটি চরিত্রে আমি ছিলাম শিক্ষক চরিত্রে যারা দেখেছে সবাই খুব প্রশংসা করেছেন। সামনে রোজার ঈদে আরেকটু মুভি তো হয়তো আমাকে আপনারা দেখতে পাবেন।।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/