এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধি: জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, সনাতনী ভাইয়েরা আমাদের আত্মীয়। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকার পথসভায় তিনি এ কথা বলেন।
আব্দুল আলীম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নায়ক ইসকন। আসুন সনাতনী ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধভাবে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করি।
পথসভায় বক্তারা ইসকন নিষিদ্ধের দাবির সঙ্গে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন ও জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/