জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে তুবা সমাজ কল্যাণ সোসাইটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।
১লা ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় তুবা‘র প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়।
তুবা‘র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর সভাপতিত্বে ও উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায়অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুবা‘র প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বিশিস্ট সাংবাদিক ও সংগঠকমোঃ আবুল বাশার মজুমদার, প্রবাসী পল্লী গ্রুপের মিডিয়া চীফ লায়ন সিকদার মোঃ আরিফুল আলম টিটো, তুবা সমাজকল্যান সোসাইটির উপদেষ্টা এম, এ, এফ সুমন।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদিনকে ফুল দিয়ে বরণ করে নেন সোসাইটির চেয়ারম্যান ওউপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান অনিক হোসেন মাসুম, শামীম আহসান , সাবেক মহাসচিব সুমনসরদার, যুগ্ম মহাসচিব মাসুম ভূইয়া, গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমেদ, জাহাঙ্গীর হোসেন, অর্থসম্পাদক মোঃ মুস্তাকিন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচারসম্পাদক আল আমিন তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহমান আবিদ, নির্বাহী সদস্য শাওন আলী, নাহিদ রানা, সাপ্তাহিক তথ্যবাণী পত্রিকার উপ-সম্পাদক শরিফুল হক, সাংবাদিক লিটন সরদার সহ স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আনজারশাহ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কেটে ও ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/