শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় শিক্ষার্থীরা মশাল মিছিল শেষে কলেজে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মেইন গেট থেকে মশাল মিছিলটি বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বটতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাকিব খান এনং আল জাবের হক্কানী।
সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা ভারতকে হুশিয়ার করে দিতে চাই। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা তা রেখে দেবে।
সমাবেশে তারা আরও বলেন,ভারতের আগরতালার কুঞ্জবনে হাইকমিশন অফিসে আক্রমণ করেছে।
ভারত বাংলাদেশ হাইকমিশন অফিসের নিরাপ্তা দিতে ব্যর্থ। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ভারতের যে কোনো আগ্রাসন রুখে দিতে বাংলাদেশের ছাত্র-সমাজ প্রস্তুত রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/