শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু (৬৫)কে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
০৩ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ৬টি ধারালো হাসুয়া,৫টি চাকু,৬টি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
পরে তাকে থানায় সোপর্দ করা হলে আজ বুধবার অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/