শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ভারতের আগরতলায় বাংলাদেশী সহকারী হাইকমিশন অফিসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার প্রতিবাদে বগুড়ায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
০৮ ডিসেম্বর (রোববার) দুপুরে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে অন্তত ১০ হাজার শিক্ষার্থী অংশ নেন। মিছিলে বেসরকারি উন্নয়ন সংস্হা টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড,চিত্তরঞ্জন মিশ্রসহ বিপুল সংখ্যক শিক্ষকসহ নানা শ্রেণি পেশার নারী- পুরুষ অংশ নেন।
মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে একটি সাম্য ও শান্তিপূর্ণ অবস্হানসহ সমাজ গঠনে বর্তমান সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বগুড়া জেলা প্রশাসক হোসনে আফরোজার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে তিন শিক্ষার্থী যথাক্রমে মোতাসিন বিল্লা জিহাদ, সাদিয়া ইসলাম এবং রুবাইয়া রিফাত রিয়া স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতকল্পে কাজ করে যাওয়ায় অন্তবর্তীকালীন সরকারের প্রশংসা করেন।
একই সঙ্গে তারা সুশাসন প্রতিষ্ঠা এবং দার্নীতি দূরীকরণে সরকারের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের (পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশের বিদ্যমান পরিস্হিতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উদ্বেগসহ সবার মনোভাব জানানোর জন্যই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার দুপুর ২ টায় শহরতলীর গোকুল এলাকায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র, শিক্ষক এবং,কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ মিছিল বের করেন।
মিছিলটি শহরের প্রবেশদ্বার মাটিডালী হয়ে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় হয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, টিএমএসএস এর উপনির্বাহী পরিচসলক ডা,মতিউর রহমান, আয়েশা বেগম, ফয়জুন নাহার,রাকিবা সুলতানা, পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসার মোঃ সুজন শাহ-ই- ফজলুল, পরিচালক(অর্থ) আবু জাহিদ,মোঃ জাগলুল পাশা, রেজিস্ট্রার ড,এস,জে,আনোয়ার জাহিদ,খোরশেদ আলম পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রশাসন বিভাগের উপ-পরিচালক জাহেদুল ইসলাম, টিএমএসএসের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, পিটিআইয়ের অধ্যক্ষ রিহান ইসলাম, টিএমএসএস এর ইন্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইসরাইল হোসেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/