জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কয়েক দিন আগে একটু ভিন্নরকমের জামদানি পরে আলোচনায় এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪-এ জামদানি পরে উপস্থিত হয়েছিলেন তিনি। ওই সময়ই জামদানিকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে গিয়ে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
তবে এ বিষয়ে জয়া আহসান তাৎক্ষণিক মন্তব্য করেন। গণমাধ্যমকে বলেন, ‘আমি দেখেছি অনেকে এটা নিয়ে কথা বলছেন। আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার যদি ফিউশন করে খেতে পারি, যেমন পিঠা বা মাছ তো আমরা ফিউশন করে খাই। তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করতে পারব না? কেউ তো দাসখত দেয়নি যে জামদানি এভাবে পরা যাবে না, ওভাবে পরা যাবে না।
এমন সমালোচনা যখন চলছে তখন হুট করেই আজ দুপুরে এক ভিন্নধর্মী রিল প্রকাশ করলেন নিজের ফেসবুক পেজে। একটা খামারে গিয়ে ফুলকপি, ধনেপাতা আর শালগম তুলছেন জয়া আহসান। নিজের হাতে ফুলকপির ডাঁটা কাটছেন, শালগম তুলছেন এবং ধনেপাতা কেটে কেটে তুলছেন। তবে ওই খামারে আরো অনেক ধরনের সবজি রয়েছে।
খামারটা কী সে বিষয়ে মন্তব্য করেননি জয়া। তবে তার হাসিমুখে এসব তোলার ভিডিও দর্শকেরা খুব পছন্দ করেছেন। প্রায় মিনিটখানেকের এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন ‘ময়লায় হাত, রোদে মাথা, প্রকৃতির সাথে হৃদয়, কৃষিজীবনই শ্রেষ্ঠ জীবন।’
ভিডিওর নিচে একজন ভক্ত লিখেছেন, ‘অর্গানিক কপি’। রুবেল বড়ুয়া নামে একজন লিখেছেন, ‘ভিডিওটা দেখে অনেক ভালো লাগল’।
ইব্রাহিম হাওলাদার লিখেছেন, ‘ভালোই পারেন কৃষিকাজ’। আহসানুল হক লিখেছেন, ‘অসাধারণ কৃষি বাগান দেখে ভালো লাগল’।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/