আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবসটির সুচনা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বেদীতে পূস্পস্তবক অর্পণ করেন,উপজেলা প্রশাসন,বীরমুক্তিযোদ্ধা, মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার, মান্দা থানার ওসি,উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুত অফিস,সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার, মানুষজন,কর্মজীবী,পেশাজীবী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও।
পূস্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকাল সাড়ে ৮ টার দিকে শহীদ বেদীতে পূস্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্বরণ করে বিশেষ মোনাজাত করেন।
পুষ্পষ্তবক অর্পণ শেষে বিজয় মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের নিয়ে মেলায় স্টল পরিদর্শন করেন।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/