“ডাক দিয়ে যাই” সংগঠনের পক্ষ থেকে   বিজয় দিবস উদযাপন

আপডেট: December 17, 2024 |
inbound523432809095244941
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি শিক্ষার্থীকল্যান অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” পক্ষ থেকে মহান বীর শহীদের শ্রদ্ধাঞ্জলি ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।

সংঠনের চট্টগ্রাম অঞ্চলের  সাধারন সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন সম্পাদক কপিল উদ্দিন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল,যগ্ন আহবায়ক রাশেদুল, রিয়াজ,চট্টগ্রাম কলেজের এজিএস ইয়াছিন, খোকন, নিপা, হাজী মুহাম্মদ মহসিন কলেজের এজিএস ইমরুজ, খালেদ, নয়ন সরকারি মহিলা কলেজের আহবায়ক সাদিয়া চৌধুরী, সচিব রাসেল, যুগ্ন সচিব কাজল ইসলাম, জয়নাল আবেদিন,ফাহসিন, হাজেরা তজু ডিগ্রী কলেজের যুগ্ন আহবায়ক শুকলা, হাবীব,  রেজাউল, যুগ্ন সচিব প্রমি, সামিয়া, হাটহাজারী কলেজের আহবায়ক ফয়সাল,  বিজয়স্বরনী কলেজের ভিপি মেরাজ, ও চট্টগ্রাম অঞ্চলের  নেতৃবৃন্দ ও চট্টগ্রাম কলেজ,হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, বিজয় স্বরনী বিশ্ববিদ্যালয় ও কলেজ, হাজেরা তজু ডিগ্রী কলেজ, হাটহাজারী কলেজ, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, ছালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়, সানোয়ারা উচ্চ বিদ্যালয়, ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংগঠনের প্রতিনিধি।

Share Now

এই বিভাগের আরও খবর