জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কৈশোরের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, বয়ঃসন্ধিকালীন পরিবর্তনে স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা, শিক্ষা প্রতিষ্ঠানে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে করনীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এরপর সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা ও এর বাস্তবায়নে এবং বয়ঃসন্ধিকালীন পরিবর্তনে আমার সন্তানের বেড়ে উঠায় অভিভাবক হিসেবে আমার ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা এবং বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর।
আর আইচ আর এন প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও সভার উদ্দেশ্য সম্পর্কে বর্ননা করেন জেলা যুব সংগঠক মোঃ সম্রাট হোসেন।
ইয়ুথ সদস্য রাফিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ডাঃ চৈতী রায়, উপজেলা সমাজসেবা অফিসার আল ইমরান, উপজেলা শিক্ষা অফিস এর প্রতিনিধি শেখ মহিম উদ্দিনসহ উপস্থিত ছিলেন ৩ টি বিদ্যালয়ের অভিভাবক এবং ইয়ুথগণ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/