রাজধানীর বনানীর ২২ নম্বর বস্তিতে লাগা আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে বাহিনীর কর্মীরা বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে আগুন লাগার খবর পান। ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।
ফায়ার সার্ভিস আরও জানায়, ইউনিটগুলোর প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/