গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট কাজ করছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুর দেড়টার দিকে ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির ওই কারখানায় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখান থেকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকরা চিৎকারে চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। ততোক্ষণে আগুনের ভয়াবহতা চারপাশে ছড়িয়ে গেলে পার্শ্ববর্তী জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/