জয়পুরহাট প্রতিনিধিঃ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে সুফলভোগীদের মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রাণী সম্পদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৩৩ টি পরিবারের মাঝে ষার গরু বিতরণ করার কথা ছিল। টেন্ডার শিডিউল অনুযায়ী প্রতিটি গরুর ওজন ৮০ কেজি হতে হবে এবং বয়স দেড় বছর হতে হবে।
কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিটি গরু ৪৫ থেকে ৭২ কেজি ওজনের দিয়েছে। নির্ধারিত মানের না হওয়ায় বাছাইপূর্বক ২ টি বিতরণ করা হয়।
অবশিষ্ট ষাঁড় বাছুর প্রাণী সম্পদ বিভাগ প্রত্যাক্ষান করে এবং দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত মানের বাকী ষাঁড় বাছুর সরবরাহ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়।
মেসার্স তুষার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জাকারিয়া জানান, প্রকল্পটি অনেক পূর্বের ছিল। বর্তমান বাজার অনুযায়ী আমার অনেক লোকসান হবে।
তাও আমি টেন্ডার শিডিউল অনুযায়ী ষাঁড় বাছুরের যে মান দেওয়া আছে সে অনুযায়ী আমি সরবরাহ করব।
সদর উপজেলায় মোট সুফলভোগীর সংখ্যা ২০৬৯ জন।এ পর্যন্ত অনুদান বিতরণ করা হয়েছে ১২৯৬ টি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/