জয়পুরহাট প্রতিনিধিঃ ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে- জয়পুরহাট জেলা কালেক্টরেট ভবন ডিসি অফিস চত্বর থেকে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য ওয়াকথন পদযাত্রা শুরু হয়।
ওয়াকথনটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়।
এরপর শহীদ মিনার মঞ্চে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মুবারক জুয়েল, জামায়াত নেতা আব্দুল মমিন ফকির, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, ছামিতুন ইসলাম মিতুন, কেএম সাজিন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে ৩ জনের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/