প্রিয় কর্মস্থল বিএফডিসি এবং চ্যানেল আইয়ে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সোনালি দিনের নন্দিত অভিনেত্রী অঞ্জনা রহমান।
শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে।
বিগত কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে ২৪ ডিসেম্বর এই নায়িকাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল।
অঞ্জনা রহমান ক্যারিয়ারে ৩ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি তিনবার বাচসাস পুরস্কারে ভূষিত হয়েছেন।
এর আগে সদ্যপ্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী অঞ্জনা রহমানের প্রথম নামাজের জানাজা এফডিসিতে সম্পন্ন হয়। আজ বাদ জোহর এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে অভিনেত্রীর জানাজা সম্পন্ন হয়। অঞ্জনাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন তার সহকর্মীসহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/