শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামিট স্কুল এন্ড কলেজের স্কুলবাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে ১৬ শিক্ষার্যথী আহত হয়েছে।
০৫ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় সামিট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্হানীয়রা জানায়,স্কুলের বাসটি শহরের বিভিন্নস্হান থেকে শিক্ষার্থী নিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করছিল।
এ সময় একই দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাক যাহার নম্বর(ঢাকা-মে-উ-১৪-৩৩৫৪) স্কুল বাসটিকে ধাক্কা দেয়। এতে স্কুলবাসটির মধ্যে থাকা ১৬জন শিক্ষার্থীসহ চালক ও হেলপার এবং শিক্ষার্থীর অভিভাবকসহ মোট ২০জন আহত হয়।
আহতরা হলেন-৯ম শ্রেণীর অতৈ,আলো খাতুন ও তার মা,প্রমিত,৮ম শ্রেণীর সজিব,দোয়া খাতুন, খাদিজা খাতুন,কুলছুম আক্তার,৭ম শ্রেণীর অনিক হোসেন,শিশির, সিয়াম হোসেন,৬ষ্ঠ শ্রেণীর জান্নতী আক্তার, সামিয়া আক্তার, তমালিকা, নুসরাত আক্তার, মৌ আক্তার এবং গাড়ীর হেলপার।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের ডিফেন্স নুরুল ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/