জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্টার অফিসসহ চার দপ্তরে অটোমেশন ও ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য বারবর স্মারকলিপি প্রদান করে জাবি শাখা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।
সোমবার (৬ জানুয়ারি) জাবির উপাচার্য ড. কামরুল আহসানের নিকট স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দরা।
এসময় নেতৃবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অতি দ্রুত ডিজিটালাইজেশন ও অটোমেশন পদক্ষেপ গ্রহণের কথা বলেন।
স্মারকলিপি শিক্ষার্থীদের ভোগান্তি কথা তুলে ধরে তারা বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম ফিলাপ, বৃত্তির কাজ, ফলাফলের কাজ, সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট ইত্যাদি উত্তোলনের ক্ষেত্রে পূর্বের ন্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে, যা দেশের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে অত্যন্ত বেমানান।
স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের চারটি দপ্তরগুলোতে ডিজিটালাইজেশন ও অটোমেশানের দাবি জানায়। তাদের দাবিগুলো হলো:
১. পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, ফলাফল প্রকাশের প্রক্রিয়া দ্রুততর ও নির্ভুল করার জন্য একটি অটোমেটেড সিস্টেম চালু করা। পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র, সাময়িক নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট), প্রভেশনাল সনদপত্র অনলাইনে সরবরাহ। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ফি অনলাইনে গ্রহণ করার ব্যবস্থা করা।
২. রেজিস্ট্রার অফিস, সকল শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেটাবেইজ তৈরি করে, আলাদা আইডি তৈরি করা, যেখানে লগইন করে শিক্ষার্থীরা নিজেদের প্রাপ্ত বৃত্তি, সম্পন্নকৃত কোর্স/ক্রেডিট ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দেখতে পারবে।
৩. লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি তৈরি করে বই, জার্নাল ও গবেষণাপত্র অনলাইনে অ্যাক্সেস প্রদান। এছাড়া বিশ্বের বিভিন্ন অ্যাকাডেমিক ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত প্রেজেন্স তৈরি করা, যাতে প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের প্রদেয় সুযোগ-সুবিধা গুলো গ্রহণ করতে পারে। বই ধার নেয়ার প্রক্রিয়া, রিটার্ন ও জরিমানার বিষয়টি সম্পূর্ণ অটোমেটেড করা। লাইব্রেরি সম্পদ ব্যবস্থাপনায় বারকোডিং বা আরএফআইডি প্রযুক্তির ব্যবহার।
৪. পরিবহণ অফিসে, বাস ও পরিবহণ সংক্রান্ত তথ্য, সময়সূচি, চালকদের তথ্য ইত্যাদি অনলাইনে সহজলভ্য করা। বাস রিকুইজেশান প্রক্রিয়া ডিজিটালাইজড সিস্টেমের আওতায় আনা। বাস ট্র্যাকিংয়ের জন্য অটোমেটেড সিস্টেম চালু করা।
স্মারকলিপি তারা বলেন, ডিজিটালাইজেশন যেমন শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে, তেমনি প্রশাসনিক বিভিন্ন কাজে আরো স্বচ্ছতা নিশ্চিত করবে।
পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনামও বাড়াতে সাহায্য করবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/