জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার অনুমোদনহীন একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেল উপজেলার পশ্চিম পুরানাপৈল এলাকার মেসার্স এআর ব্রিকস নামে এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এআর ব্রিকস ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। তাছাড়া ওই ইটভাটায় গাছ পোড়ানো হচ্ছিল।
সেখানে অভিযান চালিয়ে ইটভাটার মালিকের দুই লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিক দেলোয়ার হোসেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, জেলায় ৪৭টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৩০টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই।
এ ছাড়া সবগুলো ইটভাটার মধ্যে ৯টি ভাটার জেলা প্রশাসনের লাইনেন্স রয়েছে। দুটি ইটভাটার লাইসেন্স প্রক্রিয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/