শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকুরীচ্যুত, ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের ও বিডিআর কল্যাণ পরিষদ।
১২ জানুয়ারি (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরে মিছিল শেষে সাতমাথায় জিরো পয়েন্ট চাকুরীচ্যুত বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে শতাধিক চাকুরীচ্যুত বিডিআর ও তাদের পরিবারসহ কারাবন্দি বিডিআরদের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিএডি নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সমন্বয়ক জিয়াউর হক জিয়া।
চাকুরীচ্যুত ক্ষতিগ্রস্ত বিডিআরদের মানববন্ধন কর্মসূচিকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদুল বারী, ছাত্র পতিনিধি আল জাবের, জাকিরুল ইসলাম, সাকিব খান,বিডিআর সদস্য আলতাব হোসেন,জুলফিকার রহমান,আশিকুর রহমান, জয়নাল আবেদীন, এনামুল হক,গোলাম মোস্তফা ও কামাল পাশা।
বক্তারা বলেন,পিলখানাসহ সারা দেশের চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্য ও তাদের পরিবারকে পুনবাসনপূর্বক চাকরীতে পুনর্বহাল করতে হবে।
কারাবন্দী নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানার হত্যাকান্ডে প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/