জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)৷
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়৷
বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,১৪ জানুয়ারি ২০২৪ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকার সময় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেউরঝাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮০/৪-এস হতে *আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে ‘বড়বিল্লা’ নামক স্থানে হতে প্রতিপক্ষ ১৫২/বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলদল বাংলাদেশী নাগরিক আলিমুর রহমান (৪৫), পিতা-ডাঃ রহমান, জেলা-খুলনা’কে আটক করেছে। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর বেউরঝাড়ী বিওপি কমান্ডার কর্তৃক প্রতিপক্ষ ১৫২/বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে বিএসএফ ঘটনার সত্যতা নিশ্চিত করে।
এছাড়াও বিএসএফ জানায়, আটককৃত বাংলাদেশী নাগরিককে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে বিজিবি টহলদল কর্তৃক তথ্য অনুসন্ধানের কার্যক্রম চলমান থাকে।
পরবর্তীতে বিএসএফ ১৫২ ব্যাটালিয়ান কমান্ডেন্ট জানান যে, আটককৃত ব্যক্তি বাংলাদেশের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা।
তার ব্যক্তিগত নাম্বার যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ নং কোর্সের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি লেফটেন্যান্ট পদবীতে অবসর গ্রহণ করেন।
তিনি আরো জানান,আগামীকাল উল্লেখিত অবসরপ্রাপ্ত অফিসার কে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/