জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফুল বাবু (২৫) নামে এক মাদক কারবারিকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৫ জানুয়ারি (বুধবার) রাতে মাদক দ্রব্য সংরক্ষণ করার অপরাধ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) এর দফা খ লংঘনে ৩৬(১) এর ১৯ নং ক্রমিকে উল্লেখিত দন্ডের আওতায় দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১(এক) বছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ( এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রকিবুল হাসান।
দন্ডিত ফুলবাবু (২৫) উপজেলা পৌরশহরের ৬ নং ওয়ার্ড মধ্য ভান্ডারা এলাকার আবুল হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনী ক্যাপ্টেন তানভীর হাসান আনানের নেতৃত্বে পুলিশ সহ আর্মি ক্যাম্প থেকে পৌরসভার মধ্য ভান্ডারা গ্রামে আবুল হোসেনের বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে আবুল হোসেনের বাড়ি থেকে তার ছেলে ফুল বাবুকে ২৮০ গ্রাম গাজাসহ আটক করা হয়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আরশেদুল হক জানান, মাদকের বিরুদ্ধে ছাড় নয়।মাদক কারবারির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/