শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বিদেশি পিস্তল,তাজা গুলি এবং একধিক দেশীয় অস্ত্রসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে বগুড়া শহরের রহমাননগর ও অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে বগুড়া সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
গ্রেফতারকৃত ছিনতাইকারী চার জন হলেন-বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ জিহাদ,মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত-রাঘুর ছেলে মোঃরাসু, ইসলামপুর হরিগাড়ি এলাকার চান মিয়ার ছেলে আরিফ আহম্মেদ কবির এবং সূত্রপুর এলাকার সাইদুল ইসলাম এর ছেলে মোঃ রিয়াদ।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন,বগুড়া সদর থানায় গত ৭ জানুয়ারি দায়ের করা ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামী জিহাদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমাননগর একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
এসময় ওই বাসর একটি কক্ষ থেকে টেডি বিয়ারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল তিনটি তাজা গুলি ও একাধিক ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়।
পরে জিহাদের দেওয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং ছিনতাই আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/