শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দসহ দুটি দোকানে ১০ (দশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২০ জানুয়ারি (সোমবার) দিবাগত রাতে বগুড়া শহরের কাঁঠালতলা বাজার ও রাজাবাজার সংলগ্ন দুটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সুলতান ভ্যারাইটি স্টোর ও খলিল স্টোর নামে দুটি দোকান হতে ৪৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দসহ ১০(দশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়,পরিবেশ সংরক্ষণ আইনে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ, বিতরণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করার কারনে বগুড়া জেলা শহরের কাঁঠালতলার সুলতান স্টোর ও রাজাবাজারের খলিল স্টোর নামে ২টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
সেই সাথে ওই দুই দোকানের প্রত্যেকটির ৫ (পাঁচ) হাজার করে মোট ১০(দশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদমান আকিফ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শন মোহাম্মদ মিকাইল হোসেন প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন।
এসময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/