জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫১ দিন ব্যাপী তারুণ্য উৎসব পালিত হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের সার্কিট হাউজ মাঠে, ৬ দিন ব্যাপী জেলা পর্যায়ে এ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডী,হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিনট সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
টূর্ণামেন্ট এর সমাপনী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, তৃপ্তি কণা মন্ডল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ভূমি কর্মকর্তা রাজিব কুমার বিশ্বাস, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, ভূমি কর্মকর্তা বেলায়েত হোসেন, আক্কেলপুর উপজেলা ভূমি কর্মকর্তা মুনিরা সুলতানা সহ বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
ফুটবল খেলায় ০-১ গোলে কালাই উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আক্কেলপুর উপজেলা। কাবাডি খেলায় পাঁচবিবি উপজেলা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট সদর উপজেলা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/