শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়াতে বিয়ের অনুষ্ঠানে আসা ফিরেজ শাহ নামে এক ডেকোরেটর ব্যবসায়রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ডেকোরেটর ব্যবসায়ী ফিরোজ শাহ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন রায়কালী ইউনিয়নের বালুকপাড়া গ্রামের কালিমুদ্দিনের ছেলে ও ফুলতলী বাজারের আল্লারদান ডেকোরেটরের স্বত্বাধিকারীরা।
ফিরোজ শাহ শেরপুর তালুকপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ের বিয়ে অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ করার জন্য এসেছিলো।
তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কি না তা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
স্হানীয় ইউপি মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন জানান,ফিরোজ ২২ জানুয়ারি বুধবার শেরপুর তালুকপাড়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেটরের কাজ করতে এসেছিলো।
বৃহস্পতিবার তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী।পরে থানা পুলিশকে খবর দেলে পুলিশ ঘটনাস্হলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, নিতহের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্ররণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/