জয়পুরহাট প্রতিনিধিঃ ''ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি'' এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও দি লেপ্রোসি মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ তুলশী চন্দ্র রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের (এমওসিএস) ডা: জোবায়ের আল ফয়সাল, মেডিকেল অফিসার ডাঃ রুনানা আফরিন, সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ওলিউজ্জামান, দি লেপ্রোসি মিশন এর টেকনিক্যাল সাপোর্ট অফিসার সলোমন মারান্ডী প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়তে হলে মানুষের মাঝে ব্যাপক সচেতনতা ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কুষ্ঠ রোগীরা যেন বিকলঙ্গ না হয়ে যায় এইজন্য দ্রুত এই রোগকে শনাক্ত করতে হবে এবং যথাযথ চিকিৎসা প্রদান করতে হবে। কুষ্ঠ রোগ মানুষের পাপের ফলে হয় না এটি একটি জীবাণুর সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে।
এইজন্য সমাজে কুষ্ঠ রোগীদের অবহেলা ও কলঙ্ক দেওয়া থেকে দূরে থাকতে হবে। এ রোগ চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব এবং সঠিক সময়ে শনাক্ত এবং যথাযথ চিকিৎসা পেলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব।
এ কুষ্ঠ দিবস উপলক্ষে জেলা-উপজেলা পর্যায়ে মাইকিং লিফলেট বিতরণসহ বিভিন্ন স্টলের মাধ্যমে সচেতনতা মুলক কর্মসুচী পালন করা হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/