মাসফিকুল হাসান ,বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে আহত ৩৯ জন শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করতে রংপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকত আলী বলেন, "জুলাই বিপ্লবে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি। আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর।
ছাত্ররাই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। তাই তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রংপুর মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করা হয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, "আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আমরা রংপুর মেডিক্যাল কলেজে আবেদন করেছিলাম।
তাদের আবেদনের ভিত্তিতে একটি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আহত শিক্ষার্থীদের চিকিৎসা প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণের পরামর্শ দেবে। প্রয়োজন হলে দেশ বা দেশের বাইরে বিশেষায়িত চিকিৎসারও ব্যবস্থা করা হবে।"
জানা গেছে, আহত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী বুধবার ও বৃহস্পতিবার সম্পন্ন হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এসব শিক্ষার্থীর চিকিৎসা সুনিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/