জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
সময়সূচি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারী পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারী । তবে গত বছরের মতো শিফট অনুযায়ী ছেলে-মেয়েদের আলাদা পরীক্ষা দিতে হবে।
৯ ফেব্রুয়ারী রবিবার পাঁচ শিফটে ‘ডি' ইউনিটের এবং ১০ তারিখ সোমবার একই ইউনিটে চার শিফটে জীব বিজ্ঞান অনুষদের অধীনে এবং ৫ম শিফটে আইবিএ-জেইউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের এবং ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২ ফেব্রুয়ারী বুধবার পাঁচ শিফটে ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ছয় শিফটে ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট
এছাড়া ১৭ ফেব্রুয়ারি সোমবার ১ম শিফটে 'সি১' ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং একই দিনে পরের তিন শিফটে 'বি' ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এবার সর্বমোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে এবার ১৪৫ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/