মিরপুরে আজ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নাঈম শেখ। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচের নায়ক তাই নিঃসন্দেহে বাঁহাতি ব্যাটার। ব্যাটে চার-ছক্কার ফুলঝুড়ি হাঁকিয়ে নাঈম দর্শক-সমর্থকদের বিমোহিত করলেও এক ভক্তের হৃদয় জয় করেছেন মেহেদী হাসান মিরাজ।
তা না হলে একের পর এক বিতর্কিত ঘটনায় সমালোচিত হওয়া এবারের বিপিএলের কড়া নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মিরাজকে স্পর্শ করার এমন দুঃসাহস দেখাতেন না ওই দর্শক।
যেন ভালোবাসার মানুষকে ছুঁইতে তিনি শাস্তি পেতেও রাজি। শাস্তি পাবেন, এমনটা জানার পরেও তাই খেলা চলাকালীন সময় অধিনায়ক মিরাজকে স্পর্শ করতে মাঠে ঢুকে পড়েন সেই দর্শক।
খুলনার বোলিং ইনিংসের ১১তম ওভারে মাঠে ঢুকে পড়েন সেই দর্শক।
বাঁহাতি পেসার আবু হায়দার রনির করা ওভারটির সময় স্প্রিন্টারদের মতো দৌড়ে গিয়ে স্বপ্নের ক্রিকেটারকে জড়িয়ে ধরেন তিনি। মিরাজও ভক্তের শরীরে দুই হাত দিয়ে আগলে ধরেন। ভক্ত-খেলোয়াড়ের এমন আনন্দঘন মুহূর্তেই হাজির নিরাপত্তারক্ষী ও পুলিশ। পরে কয়েকজন মিলে সেই ভক্তকে মাঠের বাইরে নিয়ে যান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/