আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুলপরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭বিজিবি) অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ন সীমান্ত এলাকার বিপরীতে ভারতরে অত্যন্তরে অসাধু চোরাকারবারীরা বিপুল পরিমাণ অবৈধ মালামাল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে।
এমন সংবাদ প্রাপ্তির পর চরচিলমারী বিওপির একটি বিশেষ টহল ফাঁদ পেতে থাকে।
তিনি আরও জানান, পরবর্তীতে সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থানে চোরারকাবারিরা অবৈধ মালামাল আনার প্রাক্কালে বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১লক্ষ ৩২হাজার ১২০ পিস আতশবাজি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৩ লক্ষ তিন হাজার টাকা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/