জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করতে বেড়া ভাংচুরের ঘটনায় প্রতিবাদ ও খেলার সুষ্ঠ পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রæয়ারি) বেলা ১২টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জেলা খেলোয়ার ও ক্রীড়া সংগঠকের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট মহিলা ফুটবল ক্লাবের সভাপতি শামস মতিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষকদের আহবায়ক সেলিম রেজা ডিউক, সাবেক জেলা ক্রীড়া অফিসার মহিউদ্দীন, মহিলা ফুটবল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল কাউসার জনি, ক্রীড়া সংগঠক এসএম আসিফ শাহরিয়ার, খেলোয়ার পপি, রানী, সাদিয়া প্রমুখ।
বক্তরা বলেন, জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা হয়ে আসছে। যার প্রেক্ষিতে এ জেলাকে অনেক নারী আলোকিত করেছেন।
কিন্তু একটি রাজনৈতিক দল ক্রীড়াঙ্গনকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে আক্কেলপুরে নারী দলের ফুটবল খেলার মাঠে বেড়া ভাংচুর করেছে । এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/