জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংঘের (পঞ্চতীর্থ) আগামী এক বছরের জন্য দুই সদস্য কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন শাহেদ আনান সজীব এবং সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সবুজ।
সদ্যবিদায়ী সভাপতি এস.এম. আতিক মেহেদী ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাওন এবং চারজন উপদেষ্টা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংঘের (পঞ্চতীর্থ) গঠনতন্ত্র অনুযায়ী দুই সদস্যের নিম্নরূপ কমিটি অনুমোদন দেওয়া হলো।
এছাড়াও আরও বলা হয় দুই সদস্য বিশিষ্ট বর্তমান কমিটি আগামী পনের(১৫) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও অনুমোদন করবেন।
উল্লেখ্য, জাবিতে পঞ্চগড় জেলার সাধারণ শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যার সমাধান করে থাকে সংগঠনটি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/