শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলার লক্ষীপুর মাষ্টার পাড়ায় দিনে দুপুরে বসত বাড়ি থেকে ১৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
০২ ফেব্রুয়ারি (রোববার) বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলার লক্ষীপুর মাস্টার পাড়ায় সকাল ১১টা থেকে বেলা ১২ টার মধ্যে এই ঘটনা ঘটে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিনে মোকামতলার লক্ষীপুর গ্রামের বিধান চন্দ্র সরকার সকাল ১০ টার দিকে কাজের জন্য বাড়ি থেকে বের হয়।
তার স্ত্রী ছবি নারী সরকার একই সময় তার কর্মস্হল স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।বেলা ২টার দিকে বাড়িতে এসে তারা চুরির বিষয়টি জানতে পারেন।
অজ্ঞাতনামা চোরেরা গেটের তালা ভেঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করে ঘরের ভেতরে আলমারির তালা ভেঙ্গে ১০ ভরি স্বর্ন ও নগদ ২লাখ ৭৫ হাজার টাকাসহ কিছু কাপড়-চোপড় চুরি করে নিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুজ্জামান সাহিন এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান,চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি।
চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোর সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে জোর তৎপরতা চালানো হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/