শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার নিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
০৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএন) জিয়াউর রহমানের সভাপতিত্বে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ,শিবগঞ্জ পাইলট মডেল বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বড় বেলঘরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোকছেদুর রহমান দুলু।
এসময় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রী উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠিত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/