মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা ফ্যাসিবাদবিরোধী প্রতীক হিসেবে নতুন ডাস্টবিন স্থাপন করেছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়।
শিক্ষার্থীদের দাবি, এটি শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতীক নয়, বরং স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের অবস্থানের প্রতিফলন।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মণ্ডল বলেন, “ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল।
বিপ্লবী ছাত্রজনতার গণঅভ্যুত্থানে তার পতনের পর শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে তার স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে।"
আরেক শিক্ষার্থী, আবির রহমান বলেন, “এটি শুধু একটি ডাস্টবিন নয়, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঘৃণার প্রকাশ।”
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ ধরনের প্রতীক স্থাপনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
কেউ এটিকে প্রতিবাদের রূপ হিসেবে দেখছেন, আবার কেউ এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/