স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনুসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বড় অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, যাতে ভারতের মিডিয়া জড়িত।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/