শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি (সোমবার) বিকালে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড় প্রতিযোগিতার এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলদেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন।
এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন,বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক,বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আব্দুল হামিদ,শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরর্শেদ গাবতলী ও সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল আলম,জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধন শিক্ষক,ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও জেলা শিক্ষা অফিসের কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/