শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৭ কেজি ৮০০গ্রাম গাঁজাসহ দুইজন যুবককে আটক করেছে র্যাব-৫। সেই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে র্যাব-৫ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- জেলার রূপগঞ্জ উপজেলার আউখার গ্রামের সবুজ (৩২) ও কিশোরগঞ্জ সদরের লঘুনন্দনপুর গ্রামের কামাল হোসেন (৩০)।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি অভিযানিক দল (সোমবার ১০ ফেব্রুয়ারি) রাত সাঢে ৭টার দিকে আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে।
এসময় প্রায় ৯৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনের ওই ট্রাকটি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,গ্রেফতারকৃদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে।
এছাড়া জব্দ করা গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছে বলে জানিয়েছে। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে বগুড়ার আদমদীঘি থানায় মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/