শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা,বিভাগ ডিবি।
১১ ফেব্রুয়ারিি (মঙ্গলবার) রাত পৌণে ৯ টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় সোনাতলাগামী রাস্তার বাবু মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল তিন রাউন্ড গুলি উদ্ধারসহ তাদের ব্যবহৃত মেটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-গাইবান্ধা জেলার সদর থানাধাীন সিদাই গ্রামের মোঃ আব্দুল গফুর এর ছেলে মোঃ আলমগীর হোসেন(৩৪),একই জেলা, থানা ও গ্রামের মোঃ শাহজামাল এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫),গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার ইউসুবপুর গ্রামের মোঃ আব্দুল লতিফ এর ছেলে মেঃ আসসান হাবিব(৪২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ একাধিক মামলা রয়েছে। এসব তথ্য নিশিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জুর সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্হানে অভিযান চালিয়ে মোটরসাইকেল থাকা তিন আসামীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।তিনি আরও জানান,গ্রফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/