শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র।
১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর তল্লাশি চালিয়ে ৯ (নয়) কেিজ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
সেই সাথে মাদক বহন কাজে বযবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন মনারকুটি গ্রামের মৃত- নছর উদ্দিনের ছেলে মোঃ বেলাল হোসেন (৫৫) ও লালমনিরহাট জেলা সদরের কিং বিদ্যানাগিস এলাকার মৃত-আবু তালেব এর ছেলে মো: রফিকুল ইসলাম (৪৮)।
এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/